সৌদি যুবরাজের আদেশে গ্রেপ্তার ২৫ লাখ
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে পরিচালিত কথিত অভিযানে গত এক বছরে প্রায় ২৫ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। চাকরিতে অনিয়ম, আবাসন আইন ভঙ্গ বা সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইনে এসব মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি সরকারের প্রকাশিত এক নথির বরাত দিয়েছে দেশটি প্রথম ইংরেজি সংবাদ মাধ্যম আরব নিউজ রবিবার এ তথ্য প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, দেশটিতে ২০১৭ সালের নভেম্বরে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত মোট ২৫ লাখ ৪ হাজার ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ লাখ ৪৯ হাজার ২৪ জন আবাসিক আইন লঙ্ঘন, ৩ লাখ ৮৩ হাজার ৩৩ জন শ্রম আইন লঙ্ঘন ও এক লাখ ৭১ হাজার ৯৮০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আছে।
প্রতিবেদন অনুযায়ী, ৪১ হাজার ২৩৩ জনকে সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৫১ শতাংশই ইয়েমেনের নাগরিক।
এছাড়া বাকি ৪৬ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। যাদের মধ্যে এক হাজার ৮৫২ জন সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে সৌদিতে প্রবেশের চেষ্টা করছিল। আর তিন হাজার ৩০৫ জন এসব মানুষকে নিয়ে আসা ও আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তিন লাখ ৮৫ হাজার ৮৯৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।