সাব্বির-পুরানের ব্যাটে সিলেটের সংগ্রহ ১৮৯
বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহী কিংসকে ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছে সিলেট সিক্সার্স। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে, হারলেই বেজে যাবে বিদায়ঘণ্টা। এমনই এক সমীকরণে সাব্বির রহমান এবং নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সিলেট।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেছিলেন লিটন দাস। ৬ বলে ১ চার ১ ছক্কায় ১০ রান করা এই ওপেনারকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন আরাফাত সানি। তিন নম্বরে নামা জেসন রয় আজ ব্যর্থ। ৮ বলে ১৩ রান করে মুস্তাফিজের কাটারে ঘায়েল হন। ২৫ বলে ২৯ রান করা আফিফকে মুস্তাফিজের তালুবন্দি করেন কিংস অধিনায়ক মিরাজ।
বিধ্বংসী হয়ে ওঠেন সাব্বির। কামরুল ইসলামের বলে ডয়েশ্চটের হাতে ধরা পড়ার আগে করেন ৩৯ বলে ৪ চার ২ ছক্কায় ৪৫ রানের জুটি। সাব্বিরের বিদায়ের সঙ্গেই ভাঙে নিকোলাস পুরানের সঙ্গে ৯৪ রানের জুটি। ঠিক পরের বলেই মোহাম্মদ নওয়াজকে (০) ফিরিয়ে দেন কামরুল। মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পুরান। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ চার ৬ ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন এই ক্যারিবীয় তারকা।
« অলিনগর এল বি আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) অভিযান ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন »