প্রাণের ৭১

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

স্থগিত ঘোষিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার সারাদেশে উদযাপন করা হবে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৯ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া এ ক্যাম্পেইন অনিবার্য কারণে ১৭ জানুয়ারি স্থগিত করেছিল সরকার।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

সেই সাথে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইনের সদস্যরা লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, বিমানবন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটে অবস্থান করবেন।

দেশের ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউনিয়নের আওতায় থাকা দূরবর্তী এলাকাগুলোর শিশুদের ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে খোঁজে বের করে ক্যাপসুল খাওয়ানো হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*