ভারতে স্বাধীনতার পর কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলা, মৃতের সংখ্যা বেড়ে হল ৪০
#পুলওয়ামা: পুলাওয়ামার অবন্তীপুরায় ভয়াবহ আইডি বিস্ফোরণ । বিস্ফোরণে নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ান । কাশ্মীর রেঞ্জের আইজি এসপি পানি জানিয়েছে ক্রমশ বাড়তে পারে মৃতের সংখ্যা ।
অবন্তীপুরায় আধা সামরিক বাহিনীর কনভয়ে এক সন্ত্রাসবাদী আজ হামলা চালিয়েছে । ঘটনার দায় স্বীকার করেছে জঈশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠী ।জম্মু থেকে শ্রীনগর গামী একটি বাসের কাছে ই ওই গাড়িটির বিস্ফোরণ হয়।সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি চালাচ্ছিলেন আদিল আহমেদ ওরফে ওয়াকার নামক এক ব্যক্তি। জঈশের মুখপাত্র মহম্মদ হোসেন জানিয়েছেন এই বিস্ফোরণে প্রচুর সামরিক যানবাহনও ধ্বংস করে দেওয়া হয়েছে ।ফিদায়েঁ হামলা বলে দাবি জইশ-এ-মহম্মদের।
আইডি বিস্ফোরণের পরেই গুলির শব্দ ও গ্রেনেড বিস্ফোরণের আওয়াজও পাওয়া গিয়েছে ।
হামলার তীব্র নিন্দা করেছেন ওমর আবদুল্লা। আহত ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন তিনি ।
News18 bangla