পানের দোকানি থেকে কোটিপতি ইয়াবা ব্যাবসায়ীর আত্মসমর্পণ।
পান দোকানি থেকে ইয়াবার ব্যবসা করে কোটিপতি বনে যাওয়া শাহাজান আনসারি আত্মসমর্পণ করেছেন। কক্সবাজারের শীর্ষ এই ইয়াবা ব্যবসায়ী শনিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
শনিবার সকালে কক্সবাজার পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, এক সময়ের পান দোকানী শাহাজান আনসারি ইয়াবা ব্যবসা করে বর্তমানে কয়েকটি আবাসিক হোটেলসহ হাজার কোটি টাকার মালিক।
কক্সবাজার পর্যটন এলাকার হোটেল লেগুনা বিচ ও জামান হোটেল তার ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
ইয়াবা ডন শাহাজান আনসারি আত্মসমর্পণ করছেন বলে দীর্ঘসময় কক্সবাজারবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছিল।আজ সেটি সত্যি প্রমাণ হল।
এদিকে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ আজ। এ উপলক্ষে জোর প্রস্তুতি চলছে।প্রস্তুত করা হয়েছে আত্মসমর্পণ মঞ্চ।
« কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের নিরাপত্তা তুলে নিচ্ছে ভারত। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মজবুত হাড়ের জন্য যা খেতে পারেন। »