টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটো চালকসহ নিহত ২
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের শালিনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরো দুইজন। তাদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার কুইচবাড়ী এলাকার অটো রিকশার চালক কাউছার আহমেদ ও রসুলপুর এলাকার বিমলেশ তালুকদারের স্ত্রী রেখা তালুকদার। আহতরা হলেন, পিংকি চক্রবর্তী ও মিলাদ্র চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটো রিকশাটি রসুলপুর পথে শালিনা এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশার চালকসহ দুই জন নিহত হন।
« প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন ডাকসু ভিপি নুর (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) অবশেষে জার্মান সাংবাদিককে মুক্তি দিল ভেনিজুয়েলা »