নেদারল্যান্ডসে বন্দুক হামলা, অনেক হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক- নেদারল্যান্ডসের আটরেচ শহরে এক ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। বন্দুকধারীর গুলিতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বেশ কিছু গণমাধ্যম বলছে, গুলিতে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছে সেসম্পর্কে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ২৪ অক্টোবরপ্লেইন জংশনের কাছাকাছি স্থানে ওই হামলা ঘটে। আটরেচ শহরটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ২৫ মাইল দক্ষিণে অবস্থিত।
কর্তৃপক্ষ ওই ট্রাম স্টেশনের চারপাশের এলাকা ঘিরে রেখেছে। জরুরী সেবা দেয়ার বিভিন্ন কর্মিরাও সেখানে উপস্থিত আছেন।
উট্রেখট পুলিশ টুইটারে জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সহযোগিতা দেওয়া শুরু হয়েছে।
পুলিশ আরও জানায়, একটি যাত্রীবাহী ট্রামে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহযোগিতার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।নেদারল্যান্ডসে বন্দুক হামলা, অনেক হতাহতের আশঙ্কা