৫১ শিশুসহ স্কুলবাস ছিনতাই করে আগুন লাগাল চালক!
বাসে বসে ৫১ জন শিশু। আচমকাই তাদের কয়েকজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলল চালক। তারপর আগুন ধরিয়ে দিল গোটা বাসে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ইতালির মিলানে।
তবে স্থানীয় মানুষদের উদ্যোগে শেষপর্যন্ত রক্ষা পেল শিশুরা। কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছে সকলে।
জানা গেছে, স্কুলবাসটির চালকের জন্ম সেনেগালে। বৃহস্পতিবার শিশুদের নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়ই এই ভয়াবহ কাণ্ড ঘটায় ওই ব্যক্তি। শেষপর্যন্ত স্থানীয়রা তত্পর হয়ে শিশুদের উদ্ধার করেন।
সে সময় সময় দেখা গেছে, বাসের ভিতরে শিশুদের বেঁধে রাখা হয়েছে। এরপরই বাইরের জানালা ভেঙে শিশুদের উদ্ধার করেন তাঁরা। তবে প্রাণসংশয় না হলেও ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। এদিকে, ৪৭ বছর বয়সি ওই চালক ধরা পড়ার পর চেঁচিয়ে বলতে থাকে, ‘কেউ বাঁচবে না।’
অন্যদিকে, বাসের মধ্যে বন্দি থাকা এক শিক্ষিকার দাবি, চালক বহুবার বলতে থাকে, ভূমধ্যসাগর এলাকায় মৃত্যু মিছিল বন্ধ হোক। প্রাথমিক তদন্তে অনুমান, বাসটি অপহরণ করে সেখান থেকে সোজা মিলান বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল ওই চালকের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।