চট্টগ্রামে ধুমঘাট স্কুলের ২০০২ইং ব্যাচের নৌকা ভ্রমন ২০১৯ইং
ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ইংরেজি শিক্ষাবর্ষের ছাত্ররা আজ শুক্রবার ( ২২শে মার্চ ২০১৯ইং) এক আনন্দ নৌকা ভ্রমণের আয়োজন করছে। নৌকা ভ্রমনটি ধুমঘাট নদীর পাড় হইতে মুহুরী প্রকল্প এলাকায় পযর্ন্ত যায়। এই নৌকা ভ্রমনে সকল সাবেক ছাত্ররা আনন্দে উচ্ছাসে গান,বাজনা, কৌতুক,ফটো সেশন, সেলপি, পুরুনো স্মৃতিচারণ করে। অনেক দিন সবাই একসাথে একত্রিত হয়ে কেউ কেউ আবেগাক্রান্ত হয়ে পড়ে।
নৌকা ভ্রমনে তাদের সাথে ছিল, RAB, পুলিশ, ব্যাংকার, শিক্ষক, সরকারি, বেসরকারি চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, প্রবাসী, সাংবাদিক,রাজনীতিবিদ তবে অবাক হওয়ার কিছু নেই তারা সবাই ধুমঘাট স্কুলের ২০০২ইং ব্যাচের সহপাটি। এবং সবাই তাদের নিজস্ব কর্মক্ষেত্রে সফল।
সবাই দেশের সার্থে নিবেদিত প্রান যেন সেই স্কুল জীবনে ক্লাশ শুরুর সময়ের শপথ ব্যাক্য পাঠ করা সেই শপথ রক্ষা সৎ চেষ্টা করে চলছে। এ যেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি মডেল।
নৌকা ভ্রমনের সময় সারাক্ষণ মাইকে গান, বাজনা, কৌতুক স্মৃতিচারণ চলতে থাকে, মুহুরী প্রকল্পের এলাকাতে দুপুরের সবাই মিলে প্রাকৃতিক সুন্দর উপভোগ করে আবার বিকেলের দিকে ক্লান্ত পাখির মতো
নিড়ে ফিরে আসে নৌকায় করে সকল বন্ধুরা।
তথ্য ও ছবিঃ সুজন ধর, লিখেছেনঃ মোহাম্মদ শামসুল আরিফ শিমুল।
প্রকাশক ও সম্পাদকঃ www.praner71news.com