প্রাণের ৭১

মালির গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ১১৫

মিলিশিয়া যোদ্ধারা মালির কেন্দ্রীয়াঞ্চলের গ্রামে শনিবার ভোরে হামলা চালিয়ে অন্তত ১১৫ জনকে হত্যা করেছে বলে মিলিশিয়াদের স্থানীয় ক্ষুদৃ নৃগোষ্ঠী অভিযোগ করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওগোসগু নামের ওই গ্রামটিতে এ হামলায় পিউল সম্প্রদায়ের গ্রাম্য প্রধান ও তার নাতিও মারা যায়।

তাবিতাল পুলাকু নামে পরিচিত পেউল গ্রুপের সভাপতি আব্দুল আজিজ দিয়ালো জানান, নিহতের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।

দূরবর্তী পেউলদের গ্রাম থেকে তাৎক্ষণিকভাবে হতাহতদের তথ্য জানানো সম্ভব ছিল না। মালিতে জাতিসংঘের মিশন হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি।

হিউম্যান রাইটস ওয়াচ অনুসারে, গত বছরে মালিতে কয়েক ডজন এমন জঙ্গি হামলার জন্য ড্যান না অ্যামবাসাগু নামে পরিচিত দগন গ্রুপকে দায়ী করা হয়েছিল।

২০১৫ সাল থেকে মালির কেন্দ্রীয় অঞ্চলে ইসলামিক চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠার পর দগন ও পিউল সম্প্রদায়ের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের উন্মোচন হয়।
ap






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*