ছাত্রলীগ কর্মী প্রিন্স হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীর ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ (২৫) খুনের একমাস পর প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন- টঙ্গী পূর্ব থানার বৌবাজার এলাকার আব্দুল মোতালেব খলিফার ছেলে প্রধান আসামি মো. আলাউদ্দিন রাফি (২৭) এবং তার সহযোগী নরসিংদীর শিবপুর থানার হরিনারায়ণপুর এলাকার সাদি মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (১৯) ও একই জেলার হাজীপুর এলাকার মো. বেদন মিয়ার ছেলে মো. আহাদুল ইসলাম রনি (২০)।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার দুপুরে র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
র্যাব-১-এর সহকারী পরিচালক কামাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ১ মার্চ সন্ধ্যায় রাফির নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসীদল প্রিন্সকে মারধর করে। এ সময় রাফির নির্দেশে সাদ্দাম ছুরি দিয়ে প্রিন্সের বুকে আঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা আনার পথে অবস্থার অবনতি হলে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিন্সকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২ মার্চ টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।