রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় র্যাবে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। নিহত হলেন মো. নাইম হোসেন (৩৫) জামাল হাওলাদার (৩৮)।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে র্যাব সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ৬টার উভয়কে মৃত ঘোষণা করেন।
র্যাব ২ এর (এসআই) মোস্তফা কামাল জানান, তেজগাঁও সাতরাস্তায় এলাকায় র্যাবের চেক পোষ্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকাপগাড়ি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোষ্ট লক্ষ্য করে গুলি করে। এতে র্যাব পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায়।
ঘটনাস্থল থেকে চোরাই গাড়ি সহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। নাইম হোসেন এর গ্রামের বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তার বাবার নাম সিকিম আলী।
অন্যদিকে জামাল হাওলাদার ঝালকাঠি সদরের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে।