চট্টগ্রামের মিরসরাইতে ধুমঘাট স্কুলের ২০০২ইং ব্যাচের নৌকা ভ্রমন ২০১৯ইং
নৌকা ভ্রমনে তাদের সাথে ছিল, RAB, পুলিশ, ব্যাংকার, শিক্ষক, সরকারি, বেসরকারি চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, প্রবাসী, সাংবাদিক,রাজনীতিবিদ তবে অবাক হওয়ার কিছু নেই তারা সবাই ধুমঘাট স্কুলের ২০০২ইং ব্যাচের সহপাটি। এবং সবাই তাদের নিজস্ব কর্মক্ষেত্রে সফল।
সবাই দেশের সার্থে নিবেদিত প্রান যেন সেই স্কুল জীবনে ক্লাশ শুরুর সময়ের শপথ ব্যাক্য পাঠ করা সেই শপথ রক্ষা সৎ চেষ্টা করে চলছে। এ যেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি মডেল।
নৌকা ভ্রমনের সময় সারাক্ষণ মাইকে গান, বাজনা, কৌতুক স্মৃতিচারণ চলতে থাকে, মুহুরী প্রকল্পের এলাকাতে দুপুরের সবাই মিলে প্রাকৃতিক সুন্দর উপভোগ করে আবার বিকেলের দিকে ক্লান্ত পাখির মতো
নিড়ে ফিরে আসে নৌকায় করে সকল বন্ধুরা।
তথ্য ও ছবিঃ সুজন ধর, লিখেছেনঃ মোহাম্মদ শামসুল আরিফ শিমুল।
প্রকাশক ও সম্পাদকঃ www.praner71news.com
« মেয়ের ধর্ষণকারীকে কুপিয়ে হত্যা করলেন এক মা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) সহকর্মীদের কিল-ঘুষি, প্রাণ গেল তরুণের »