আজ বৃহস্পতিবার ফটিকছড়ির ভুজপুর হত্যাকান্ডের ৭ বছর ।
আজ বৃহস্পতিবার ফটিকছড়ির ভুজপুর হত্যাকান্ডের ৭ বছর ।
২০১৩ সালের ১১ এপ্রিল আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াত শিবিরের বিরুদ্ধে হরতাল বিরোধী শোভাযাত্রা বের করে।
এ শোভাযাত্রাটি দক্ষিণ ফটিকছড়ি থেকে উত্তর ফটিকছড়ি ভুজপুর কাজীরহাট বাজার প্রদক্ষিণ করতেই জামাত- জঙ্গীরা মসজিদের মাইকে মিথ্যা গুজব রটিয়ে শোভাযাত্রার উপর নারকীয় হত্যাকান্ড চালিয়ে সেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন বিপুল, যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ ফোরকানকে হত্যা করে।
এতে প্রায় দু’,শতাধিক নেতা- কর্মীকে আহত করে এবং তিন শতাধিক মটর সাইকেল ও যানবাহনে অগ্নিকান্ড দিয়ে পুডিয়ে দেয়।
« রাফির খাতাতে লিখে গেছেন: আমি লড়বো, শেষ নিঃশ্বাস পর্যন্ত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে নুসরাতকে »