প্রাণের ৭১

মিরসরাই ইয়ুথ ফোরামের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ ২০১৯।

মিরসরাই ইয়ুথ ফোরামের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ ২০১৯।

মিরসরাই ইয়ুথ ফোরাম কর্তৃক এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ই মার্চ উপজেলার তিনটি মাদ্ররাসায় ষাট জন এতিম ও অসহায় শিক্ষার্থীর মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের সহ- সভাপতি আরিফুল রহমান, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম,মোস্তাফিজুর রহমান,টিপু,আলী হায়দার উপস্হিত ছিলেন।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আরশাদ নূর জানান,

আমাদের এ সংগঠনের তিন বছর চলমান, ইউএইতেও আমরা নিবন্ধিত ১০০জন যুবক একসাথে হয়েছি, আমাদের দায়িত্বর জায়গা থেকে মিরসরাই উপজেলাতে আমরা সবাই এক সঙ্গে সমাজের জন্য কাজ করতে চাই। হতদরিদ্র ও এতিম ভাইবোনদের পাশে দাঁড়িয়ে শিক্ষা খাতে কাজ করবো, প্রথম ধাপে আমরা মিরসরাইতে ২০টি এতিম খানায় বস্ত্র দিয়েছি বাছাই করে আজকে বাকি তিনটিতে দেয়া হয়েছে।এ ছাড়াও ঐ সব এতিম শিক্ষার্থীদের সবাই কে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো এবং তাদের  জন্য এই বছর থাকবে শিক্ষা অনুদান,যাতে করে তারা সবাই যেন অর্থের জন্য শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

এই ভাবে মিরসরাই উপজেলা সব ইউনিয়নে ও প্রতি ওয়ার্ডে আমাদের নিবন্ধন কার্যক্রম চলছে, শেষ হলে সবাই কে আমরা এই বছর থেকে শিক্ষা অনুদান দেওয়া শুরু হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*