প্রাণের ৭১

নুসরাত হত্যা মামলার আসামি নুর গ্রেফতার।

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি নুর উদ্দিনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

শুক্রবার সকাল সাতটার দিকে ভালুকা উপেজলার আমতলিএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ভালুকা থানা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন,গ্রেফতারের পর নুর উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

এর আগে এ মামলার আরেক আসামি সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর মোকসুদ আলমকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।

 

জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন নুর উদ্দিন ও শাহাদাত হোসেন ওরফে শামীম। নুসরাত হত্যা মামলায় তারা সরাসরি জড়িত বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে।

 

৫ এপ্রিল রাতে দুজনকে ও ৬ এপ্রিল ঘটনার দিন সকালে নুর উদ্দিনকে মাদ্রাসার মূল ফটকে দেখা গেছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তারা দুজনই এ মামলার দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামি।

 

২৭ মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গ্রেফতার হওয়ার পর তার মুক্তির দাবিতে ‘সিরাজউদ্দৌলা সাহেবের মুক্তি পরিষদ’ নামে কমিটি গঠন করা হয়।

 

২০ সদস্যের এ কমিটির আহ্বায়ক নুর উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হন শাহাদাত হোসেন। তাদের নেতৃত্বে অধ্যক্ষের মুক্তির দাবিতে গত ২৮ ও ৩০ মার্চ উপজেলা সদরে দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 

তারাই নুসরাতের সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

তবে হত্যা মামলার আরেক আসামি শাহাদাত হোসেনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*