চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান
ঈশ্বরদীর বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….রাজেউন)। শনিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে রহমান কলোনীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ১ কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এক সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ন্যাপের নেতা এবং মহান মুক্তিযুদ্ধে ছাত্র ইউনিয়ন, ন্যাপ ও সিপিবির যৌথ গেরিলা বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দেশ মাতৃকা মুক্ত করার যুদ্ধে লিপ্ত ছিলেন।
দীর্ঘ পথ পরিক্রমায় তিনি ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে পাবনা ৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ঈশ্বরদী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
« কিশোরী ধর্ষণের অভিযোগে ইমাম আটক (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রতারণা করে ৪৯ সন্তানের পিতা এই ডাক্তার! »