চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে শুক্রবার দিবাগত রাত ২টায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত রুহুল আমীন (৪৮) চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে।
পুলিশ বলছে, সে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে একটি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের ভাষ্য, বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। সেখানে ৭/৮ জন মাদক ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
‘১৫ মিনিট গুলিবিনিময়ের পর ঘটনাস্থল তল্লাশি করে রুহুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’, বলেন তিনি।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) জানান, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই উপপরিদর্শকসহ তাদের তিন সদস্য আহত হয়েছেন।
unb