প্রতারণা করে ৪৯ সন্তানের পিতা এই ডাক্তার!
তাঁর ক্লিনিকে সন্তান হয় না এমন মহিলাদের লাইন লেগে থাকত আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার জন্য। অথচ ডোনারের শুক্রানুর বদলে একের পর এক মহিলাদের শরীরে নিজের শুক্রাণু ঢুকিয়ে দিতেন নেদারল্যান্ডের এক ডাক্তার। এইভাবে ৪৯ জন সন্তানের পিতা হয়েছেন তিনি। বিবিসি।
শুক্রবার তার ক্লিনিক থেকে আইভিএফ করিয়ে মা হওয়া ৪৯ জন মহিলার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, ওই ৪৯ সন্তানই ওই চিকিৎসকের শুক্রাণুতেই জন্ম নিয়েছেন।
৪৯ জনের আইনজীবী বোয়েটার্স বলেন, ‘আমরা খুশী অবশেষে স্পষ্টভাবে বিষয়টি জানা গেছে। এই ৪৯ জন জানতে পারলো তাদের বাবা কে।’
এক সন্তান বলেন, ‘১১ বছর ধরে আমি বাবাকে খুজছি। দীর্ঘ সময় ধরে মামলাটি চলছে। এখন আমি আমার স্বাভাবিক জীবন চালিয়ে যেতে পারবো।’
জানা গেছে, নিজের জীবদ্দশায় ৬০ সন্তানের বাবা হয়েছেন বলে নিজেই ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন জান কারবেট। সেই রিপোর্ট এতদিন আদালতের কাছে সুরক্ষিত ছিল৷ এমনকী মৃত্যুর আগে ওই চিকিৎসক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে গিয়েছিলেন বলেও জানানো হয়েছে। তবে কোন শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে।