লোকসভা নির্বাচন ২০১৯
ভারতে প্রথম দফায় ভোট পড়েছে ৬৯.৪৩ শতাংশ
ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় সবমিলিয়ে ৬৯.৪৩ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার রাতে দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানায়। খবর এনডিটিভির।
প্রথম দফায় ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এসব ৯১ কেন্দ্রে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,২৭৯ জন। আর ভোটারের সংখ্যা ১৪.২০ কোটি।
নির্বাচন কমিশনের কাছে আসা তথ্য অনুযায়ী, মোট ভোটারের ৬৯.৪৩ শতাংশ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।কয়েকটি জায়গার তথ্য হাতে না আসায়, ভোটদানের হার সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে কমিশন।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে নয় দফায় ৬৬.৪৪ শতাংশ ভোট পড়েছিল।
ভারতে এবারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।
« পুলিশ শুধু বিরোধী দল দমনে ব্যস্ত, নুসরাত হত্যাকাণ্ডে প্রমাণিত: মওদুদ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নুসরাতের জন্য রাজপথে তৃতীয় লিঙ্গের মানুষেরা »