রাষ্ট্রযন্ত্রের অন্যান্য সংস্থা সক্রিয় থাকলে নুসরাতের এ পরিনতি হতো না, বললেন সুলতানা কামাল
নুসরাতকে পুড়িয়ে মারার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। আবার একজন আইনজীবি বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন। এর মানে রাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে দেখছে নুসরাত হত্যায় ছড়িতদের শাস্তির বিষয়টি।
এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বৃহস্পতিবার নিউজ টুয়েন্টিফোরের ‘জনতন্ত গণতন্ত্র’ অনুষ্ঠানে বলেন, রাষ্ট্র বলতে কিন্তু একজনকে বোঝায় না। আমি আমরা সকলেই রাষ্ট্রের অর্ন্তভুক্ত। আমরা বর্তমানে সাংস্কৃতিক, মানস্তাত্ত্বিক ও রাজনৈতিক ভাবে এমন জায়গায় পৌছেছি যেন প্রধানমন্ত্রীই রাষ্ট্র অন্যকেউ নয়। প্রধানমন্ত্রী যখন সক্রিয় হচ্ছেন ঠিক তখনই রাষ্ট্র সক্রিয় হচ্ছে, তাছাড়া নয়।
তিনি বলেন, রাষ্ট্র যন্ত্রের অন্যান্য যে সংস্থা আছে তারা কিন্তু সক্রিয় হচ্ছে না । তারা কি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কিছু করতে পারে না। তারা যদি সক্রিয় থাকতো তাহলে নুসরাতের এমন পরিণতি হতো না। রাষ্ট্রতো তাদের রেখেছেন দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য।