শোক নয়, বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক নজির চাই
পহেলা বৈশাখের আনন্দেও নুসরাতের ওপর যৌন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মুখর ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার এলাকা।
মঙ্গল শোভাযাত্রার পরপরই কালো কাপড়ে মৌন মিছিলে নুসরাত হত্যার বিচার দাবিতে পদযাত্রায় অংশ নেন সাধারণ মানুষ, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ সময় তারা বলেন, কট্টর মৌলবাদ মেয়েদের ঠেলে দিচ্ছে অন্ধকারে।
নারীদের বন্দি করছে ঘরের কোনে। তাই শোক নয়, বিচার ও শাস্তির দৃষ্টান্তমূলক উদাহরণ নিশ্চিত করতে হবে। তারা বলেন, কাউকে দমিয়ে, অসম্মান করে এগুনো সম্ভব নয়।
« রাফি হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ »