প্রাণের ৭১

খাগড়াছড়িতে শিশু অপহরণের দায়ে ৫ আসামির যাবজ্জীবন

খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা আলী আহাম্মদের ছেলে মো. ইউনুছ, মো. ইয়াকুবের ছেলে মো. ইয়াছিন, শংকর ধরের ছেলে নয়ন ধর, মো. গোলাম কাদেরের ছেলে মো. নিটু ওরফে লিটু ও মো. নজরুল ইসলামের ছেলে মো. প্রিন্স।

আসামিদের মধ্যে প্রিন্স পলাতক আছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সূত্র অনুযায়ী, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে উজ্জ্বল ধর নামে এক শিশুকে তার চাচাতো ভাই নয়ন ধরসহ অন্যরা অপহরণ করেন। পরে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়া হয়।

বিষয়টি র‌্যাব জানতে পেরে চট্টগ্রামের চৌমুহনী থেকে ইউনুছ ও ইয়াসিনকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে আগ্রাবাদের মুহুরী পাড়ার একটি বাসা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা অংকর ধর মহালছড়ি থানায় অপহরণ মামলা করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*