প্রাণের ৭১

বাল্য বিয়ে বন্ধ করে পরিবারের দায়িত্ব নিলেন ইউএনও

বাল্য বিয়ে বন্ধ করে কিশোরী ও তার পরিবারের পুনঃর্বাসনের দায়িত্ব নিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার নির্বাহি অফিসার সোহানা নাসরিন। ইউএনও অফিস সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাজিতপুর গ্রামে মৃত নুর জামালের মেয়ে নবম শ্রেণির ছাত্রী লামিয়ার বিয়ের আয়োজন চলছিল নানাবাড়িতে। খবর পেয়ে ইউএনও প্রতিনিধি পাঠিয়ে কনে ও তার মাকে অফিসে নিয়ে আসেন।

মেয়েটির মা পারভিন বেগম জানান, পাঁচ বছর পূর্বে এক মামলার আসামি হয়ে জেলে যায় স্বামী আলমদস্তার গ্রামের হতদরিদ্র নুর জামাল । কিছু দিন জেল খেটে জামিনে আসার পর নুর জামাল আত্মহত্যা করের। আমি দুই মেয়ে নিয়ে বিপাকে পড়ে যাই এবং বাবার বাড়ি গিয়ে আশ্রয় নেই। অনেক কষ্টে পাড়ার লোকের সহযোগিতায় বড় মেয়েকে বিয়ে দেই। এবারও পাড়ার লোকের সহযোগিতা নিয়ে ছোট মেয়ের বিবাহের আয়োজন করি। ইউএনও ম্যাডাম লোক পাঠিয়ে আমাদের ডেকে নিয়ে আসেন এবং বুঝিয়ে বললে তার কথা আমি রাজি হয়ে মেয়ের বিয়ে বন্ধ করে দেই।

 

ইউএনও সোহানা নাসরিন জানান, তার পরিবারের কষ্টের কথা শুনে মেয়েটির পড়াশোনার ব্যয়সহ পরিবারের পুনঃর্বাসনের ব্যবস্থা করে দেবো।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*