বোকা বর্বরগুলোই একদিন পৃথিবী ধংস করবে : তসলিমা
শান্তির দেশ শ্রীলঙ্কায় রবিবার ভয়াবহ বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ।
এশিয়ার দ্বীপরাষ্ট্রটির কয়েকটি গির্জা এবং হোটেলে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি। তবে শ্রীলঙ্কায় সাংগ্রি লা হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারী এবং মাস্টারমাইন্ড হিসেবে ইসলামি চরমপন্থী মৌলভী জহরান হাশিমকে চিহ্নিত করা হয়েছে। তিনি একজন চরমপন্থী ইমাম। সারাবিশ্ব এই হামলার নিন্দায় সরব হয়েছে।
নিজের ফেসবুক পেইজে হামলার তীব্র সমালোচনা করেছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মসজিদে সেদিন মানুষ মারা হলো, কাল শ্রীলঙ্কার গির্জাগুলোয় মানুষ মারা হলো।
এসবের পেছনে কাজ করে ঘৃণা। ধর্ম, বর্ণ, জাত্যাভিমান থেকে উদ্ভূত ঘৃণা। কারা শ্রীলঙ্কায় দুই শরও বেশি লোককে খুন করেছে, আর পাঁচশরও বেশি লোককে আহত করেছে?’
‘শ্রীলঙ্কার পুলিশ কয়েকজনকে ধরেছে। তাওহিদ জামাত নামে একটি মুসলিম সংগঠনকে সন্দেহ করা হচ্ছে। এইসব দেখতে আর ভালো লাগে না। নিরীহ সব মানুষকে হত্যা করে সন্ত্রাসীরা কিভাবে লাভবান হয় আমি বুঝি না। নিজেকে খুন করে হলেও অন্যকে খুন করার ইচ্ছে এত তীব্রতা কী করে পায়, কতটা সুখ শান্তি এদের জোটে, কিভাবে জোটে, আমি বুঝে পাই না।’
‘মানুষ জাতটা জাত হিসেবে ভালো বলে আমার মনে হয় না। এদের মধ্যে বুদ্ধিমান আছে, কিন্তু বোকার সংখ্যাই বেশি। শান্তিপ্রিয় লোক আছে, কিন্তু বর্বরের সংখ্যাই বেশি। আর কত হত্যা আর নৃশংসতার মধ্য দিয়ে এই জাতটা যাবে, কে জানে। হয়তো বোকা বর্বরগুলোই একদিন পৃথিবী ধংস করবে, মানবজাতকে নিশ্চিহ্ন করবে। আমরা যা দেখছি এখন, তা হয়তো অতি সামান্য, সামনে হয়তো আরও ভয়ংকর কিছু অপেক্ষা করছে।’
https://m.facebook.com/story.php?story_fbid=1618342178310234&id=100004034030498