স্ত্রীর স্বীকৃতি দাবি করায় তরুনীকে পুড়িয়ে হত্যা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্ত্রী স্বীকৃতি আদায় করতে গিয়ে অগ্নিদ্বগ্ধ শাহিনুর আক্তার নামে এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার (২১ এপ্রিল) তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শাহিনুর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, শাহিনুরের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
« শ্রীলঙ্কার তওহীদ জামায়াত কারা? (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ৯৭ লাখ টন গম রফতানি করবে ফ্রান্স »