Tuesday, April 23rd, 2019
৯৭ লাখ টন গম রফতানি করবে ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরের বাজারেও ফরাসি গমের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদার বিষয়টি মাথায় রেখে কৃষিপণ্যটির রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার। এ ধারাবাহিকতায় ২০১৮-১৯ মৌসুম শেষে ফ্রান্স থেকে ইইউভুক্ত দেশগুলোর বাইরের বাজারে সব মিলিয়ে ৯৭ লাখ টন গম রফতানি হতে পারে। ফরাসি ফার্মিং এজেন্সি ফ্রান্সএগ্রিমেরের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও ওয়ার্ল্ডগ্রেইনডটকম। গম উৎপাদনকারীদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান বিশ্বে প্রথম। এর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে গম রফতানিতেও ফ্রান্স শীর্ষে রয়েছে। ফ্রান্সএগ্রিমেরের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে,আরো পড়ুন