মুন্সিগঞ্জে কুপিয়ে ও জিহ্বা কেটে স্ত্রীকে হত্যা

জেলার সিরাজদিখানে স্ত্রী শাহীনুর বেগমকে (৫৫) কুপিয়ে ও জিহ্বা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মমিনুল ইসলামের (৬০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে মমিনুল পলাতক রয়েছেন।
উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউশার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারাত্মক আহত করে পালিয়ে যান মমিনুল। পরে শুক্রবার সকালে আহত শাহীনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। রাতে স্ত্রীকে মেরে মমিনুল পালিয়ে যায়। লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
« সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১০ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) রোহিঙ্গাদের জরুরি সহায়তা অব্যাহত রাখুন »