নুসরাতের স্বরণে কবিতা

নুসরাতের জন্য
– মোঃ শামসুল আরিফ
এ যুগের প্রীতিলতা নুসরাত জাহান রাফী
সমাজ রাষ্ট্র মাথা নোয়ালো , মাথা নোয়ালো মানচিত্র।
শুধু মাথা নত করেনি
বোনটি আমার!
বোনটি আমার যায়নি হেরে ,
হেরেছে ছাপান্ন হাজার বর্গ মাইল।
আগুনে পুড়েছে শরীর,
পুড়েছে মন,
শুধু পারেনি পোড়াতে ;
সাহসীনির অদম্য সাহস ।
বলেছিল বোনটি,
যাব লড়ে
শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত!
বলেছিল বোনটি
এক বরাই সাবককে,
বাঁচান আমায়!
আমি মরে যাবো!
বোকা বোনটি বোঝেনি ,
সে ‘যে ছিল কৃতদাস মাত্র।
কৃতদাস বরাই সাবক গুলো ছিল
কেবলি প্রভুর নত।
তাইতো চটপটে সাহসী বোনকে হতে হয়েছে অকালে হত।
বলেছিল নুসরাত প্রতিবাদী হয়ে,
বিচার দিলাম
দেশবাসীর কাছে
পৃথিবীর কাছে।
গর্জন দিয়ে উঠলো
নুসরাতের বিশ্বাস!
জানলো পৃথিবী
কাপিয়ে দিল,ঝাঁপিয়ে দিল, দেখিয়ে দিল।
মানবীকতা মরেনি,
নষ্টরা দমন করতে পারেনি
প্রতিবাদের জলন্ত আগুন।
অবাক পৃথিবী চেয়ে থাকে
নত না হওয়া মস্তকটির দিকে!
পুঁড়েছে শরীর,
জেনে গেছে মন,
এই বুঝি গেলো চলে প্রাণ মোর!
তবু মাথা নোয়াল না
সাহসীনি!
মোঃ শামসুল আরিফ
প্যারিস ফ্রান্স