প্রাণের ৭১

ঝিনাইদহে ‘গোলগুলিতে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

ঝিনাইদহের কোটচাঁদপুরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলি’তে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার কাগমারি বটতলা এলাকায় ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটে।

নিহত ডাবলু মন্ডল (৩২) উপজেলার রেলস্টেশন এলাকার আফতাব মন্ডলের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেনের ভাষ্য, বৃহস্পতিবার রাতে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় তারা। এ সময় ঘটনাস্থলে ডাবলুর লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সেখান থেকে ওয়ান শুটার গান, রাউন্ড গুলি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকের টাকা ভাগা-ভাগি নিয়ে নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ ডাবলু নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, নিহত ডাবলুর বিরুদ্ধে কোটচাঁদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকসহ ১৫টির অধিক মামলা রয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*