সুলতানা কামালকে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি
একটি জঙ্গী গোষ্ঠীর প্রকাশিত ম্যাগাজিনে সুলতানা কামালকে হত্যার কথা উল্লেখের প্রেক্ষিতে তিনি নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন
জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে হত্যার হুমকির কথা উল্লেখ করে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট নাগরিক সুলতানা কামাল।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতানা কামালের নিরাপত্তা চাওয়ার বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বিষয়টি ঢাকা মেট্রোপলিটোন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এটি তদন্ত করছেন।
অভিযোগে বলা হয়, একটি জঙ্গি গোষ্ঠী গত মার্চ মাসে প্রকাশিত তাদের এক ম্যাগাজিনে উল্লেখ করেছে তারা বাংলাদেশের ৩ জন বিশিষ্ট নাগরিককে হত্যা করতে চান যাদের মধ্যে রয়েছে সুলতানা কামালের নামও।
ডায়েরিতে সুলতানা কামাল বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার কর্মী হিসেবে সুলতানা কামালের নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে তা ইতোমধ্যেই জানতে চেয়েছে।