প্রাণের ৭১

১৩ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে উগ্রবাদী সংগঠন হেফাজত ইসলাম।

হেফাজতে ইসলাম

১৩ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। এক বিবৃতিতে তারা দাবি করেছে, যে ১৩ দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম মাঠে নেমেছিল, সে দাবি আজও পূরণ হয়নি।

 

দাবি আদায়ের আন্দোলনকে সফল করার অঙ্গীকার করে শনিবার (৪ মে) বিকালে এই বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

 

বিবৃতিতে তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের জন্য দোয়া করার আহ্বান জানান।

 

বিবৃতিতে বলা হয়, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি নিয়ে সেদিন ময়দানে নেমেছিল, সে দাবি আজও পূরণ হয়নি। বরং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ঈমানি আন্দোলন বন্ধ করার নানা চক্রান্ত অব্যাহত রয়েছে। ইসলামবিদ্বেষীদের আস্ফালন বন্ধ না হওয়া পর্যন্ত হেফাজতের সংগ্রাম চলবে






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*