আইফেল টাওয়ার পর্যটকদের জন্য সাময়িক ভাবে বন্ধ।
আইফেল টাওয়ারে পর্যটক প্রবেশ ফ্রান্সের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র প্যারিসের আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) বিকেলে এক অনু্প্রবেশকারী লোহার তৈরি বিশাল এ স্থাপনা বেয়ে ওঠার চেষ্টা করেন। এরপর থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় ঐতিহ্যবাহী আইফেল টাওয়ার।
পুলিশ জানিয়েছে, আরোহণ বিশেষজ্ঞসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা অনুপ্রবেশকারীর সঙ্গে কথা বলেছেন।
তবে, ওই ব্যক্তি কত উঁচুতে উঠেছিলেন ও তার উদ্দেশ্য কী তা জানা যায়নি।
এ বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আইফেল টাওয়ার কবে নাগাদ খোলা হবে, তাও জানানো হয়নি।
প্যারিসের প্রতীক আইফেল টাওয়ার বেয়ে ওঠার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০১৫ সালে জেমস কিংসটন নামে এক ব্রিটিশ নাগরিক কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ও সিসি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে বিশ্বের অন্যতম উঁচু এ স্থাপনা বেয়ে অনেক দূর উঠেছিলেন।