আমিরাতে ভিন্ন ধর্মাবলম্বীকে নাস্তিক বললেই সাজা
কোন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ কিংবা ঘৃণা ছড়ানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে নুতন আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে এখন থেকে কেউ যদি এ ধরনের কাজ করেন, তাহলে তাকে ৫০ হাজার থেকে ২ মিলিয়ন দিরহাম জরিমানা কিংবা ছয়মাস থেকে দশ বছরের কারাদন্ড দেয়া হতে পারে।
আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন যায়েদ আল নাহিয়ান এ সম্পর্কিত একটি ডিক্রী জারি করেছেন।
আইনটি বর্ণবাদ, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো এবং জাতিগত বিদ্বেষকে রুখতে ব্যবহার করা হবে। কেই যদি কাউকে নাস্তিক বলে সম্মোধন করে, এ আইনে তারও শাস্তি হবে।
আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম তার অফিসিয়াল ফেসবুক ও টুইটার একাউন্টে লিখেছেন, নতুন আইনটি বাকস্বাধীনতা, ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করবে। এছাড়া সৃষ্টিকর্তাকে এবং তার বার্তাহকদের (নবী) কটাক্ষ করাও এ আইনের পরিপন্থী।
« মোদির মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গি ভয়ঙ্কর তথ্যটি জানুন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ইয়াবা কারবারি মুফিজুর নিহত »