হুয়াওয়ের নিষেধাজ্ঞা বাতিলের অনুরোধ গুগুলের।
এবার হুয়াওয়ের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে অনুরোধ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। গত শুক্রবার এআরএস টেকনিকা এমন খবর দিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস। খবরে বলা হচ্ছে, গুগল চাইছে হুয়াওয়ে যেন তাদের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের ওপরেই নির্ভরশীল থাকে। সেটাই মার্কিন প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করে চীন। তাই তারা তাদের ব্র্যান্ডগুলোতে আন্তর্জাতিক এবং চীনা অ্যাপ ব্যবহারের সংস্করণ রাখে। যেটাতে এক সংস্করণে শুধু আন্তর্জাতিক অ্যাপ, অন্যটায় বেইজিংকেন্দ্রিক অ্যাপ থাকে। গত ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেন। পরে গুগলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে যায়। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারের ওপর কিছুটা কড়াকড়ি আসে। এরই মধ্যে হুয়াওয়ে নিজেদের নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণাও দিয়েছে।