ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ – মোহাম্মদ হাসান
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য দোষী সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরোয়ানা জারির ২০ দিন পার হওয়ার পর তাকে গ্রেফতার করা হল।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি (মিডিয়া) সোহেল রানা ওসি মোয়াজ্জেমের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থেকেগ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নুসরাত হত্যার আলোচিত মামলার অন্যতম আসামি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হাসান। সাথে সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ প্রশাসনকে।