যশোরে ছুরিকাঘাতে মাদরাসা ছাত্র নিহত

যশোরে প্রেমঘটিত বিষয় নিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাজিদ হোসেন সম্রাট (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর তিতাস গ্যাস প্লান্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সাজিদ হোসেন সম্রাট যশোর সদর উপজেলার বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ তাজউদ্দীনের ছেলে এবং ওই গ্রামের শাহ ওয়ালিউল্লাহ দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।
সম্রাটের মা শাহনাজ বেগম বলেন, ‘বিকেলে বাজার করতে আমার ছেলে সাইকেলে করে শহরে আসছিল। পরে গ্যাস স্টেশনের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আমি স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করি।’
নিহতের চাচা জসিমউদ্দিন জানান , সম্রাটের অবস্থা আংশকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। এ্যম্বুলেন্সে তোলার পর তার মৃত্যু হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সম্রাট প্রেম ঘটিত কারণে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঠিক কারণ ও কারা জড়িত তার খোঁজ নেয়া হচ্ছে।