দাঁড়িয়ে ✈বিমান ভ্রমণের পরিকল্পনা।
বাস-ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ অহরহ। তাই বলে বিমানেও। হ্যাঁ, এবার বিমানেও দাঁড়িয়ে ভ্রমণ করা যাবে। বাসের মতো দাঁড়িয়ে যাওয়া যাবে এক স্থান থেকে অন্য স্থানে। এতে ভাড়াও কম লাগবে। তাই কম খরচে বিমানে চড়ার সুযোগ সৃষ্টি করতে এগিয়ে এসেছে জার্মানি। দেশটির বিমান অন্দরসজ্জা প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান জানিয়েছে, বিমানে দাঁড়িয়েই ভ্রমণ করা যাবে। আর এতে ভাড়াও কম লাগবে। ইনডিয়া টুডের খবর।
জার্মানির হামবুর্গে আয়োজিত একটি এক্সপোতে এমন ঘোষণা করা হয়েছে। সেখানে বিমানের অন্দরসজ্জা প্রস্তুতকারী কিছু কোম্পানি নতুন নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিল। ওই এক্সপোতে একটি কোম্পানি দেখিয়েছে বিমানে দাঁড়িয়ে যাওয়ার সিট। যার নাম দেয়া হয়েছে স্কাইরাইডার ৩.০। তাদের দাবি, এটাই বিমানের নতুন ধরনের সিটের তৃতীয় ও সর্বাধুনিক সংস্করণ। যারা খুব বেশি সস্তায় বিমান ভ্রমণ করতে চান তাদের জন্যই এ ধরনের সিট।