ফ্রান্সে অগ্নিকান্ডে ৩ জনের মৃত্যু
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে একটি ভবনে শনিবার অগ্নিকান্ডে তিনজনের মৃত্যু এবং আরেকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস একথা জানায়। খবর এএফপি’র।
ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, ভবনটি আগুন ছড়িয়ে পড়ার পর তাদের একজন ছয়তলার জানালা দিয়ে লাফ দেয়। এতে তার মৃত্যু হয়।
ফায়ার ক্যাপ্টেন ফ্লোরিয়ান লইন্টিয়ার জানান, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ভবনটিতে আগুন লাগে এবং ২শ’ দমকল কর্মী প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সময় সকাল ৮টা ৪৫মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
উদ্ধারকর্মীরা জানান, এ ঘটনায় ধোয়াজনিত কারণে শ্বাসকষ্ট হওয়ায় মোট ২৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসস ডেস্ক
« ইথিওপিয়ার সেনাবাহিনী প্রধানকে গুলি করে হত্যা (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সুপারিশমালা গুরুত্বের সাথে দেখা হবে : মাদুরো »