Wednesday, July 10th, 2019
আজ শোকাহত মিরসরাই ট্রাজেডি দিবস।

মিরসরাই ট্র্যাজেডির অর্ধযুগ পেরিয়ে গেলেও আজো থামেনি স্বজনদের আহাজারি। সেদিনের দুর্ঘটনার কথা মনে পড়তেই কেঁদে উঠে নিহতদের স্বজনরা। ২০১১ সালের ১১ জুলাই দুপুরে মিরসরাই সদরের স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের পশ্চিম সৈদালী এলাকায় তেতুলতলা নামক স্থানে সড়কের পার্শ্বের ডোবায় শিক্ষার্থী বহনকারী মিনিট্রাকটি উল্টে পড়ে ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়। মুহুর্তেই মিরসরাইসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। ঘোষণা করা হয় তিনদিনের রাস্ট্রীয় শোক। নিহতদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে সেদিন ছুটে এসেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া,আরো পড়ুন