Saturday, July 13th, 2019
নাগরিক সমস্যা নিয়ে কবিতা লেখায়, আসামের ১০ বাঙালি কবি অভিযুক্ত
চলমান নাগরিক সমস্যা নিয়ে কবিতা লেখায় আসামের ১০ বাঙালি কবির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। এঁদের প্রায় সকলেই বাঙালি বংশোদ্ভূত মুসলিম কবি। প্রণবজিৎ দলুই নামে এক ব্যক্তি ওই ১০ কবির বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন বলে ভারতীয় বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়। জানা যায়, ওই কবিরা যে ভাষায় লেখালিখি করেন, া স্থানীয় ভাবে তা ‘মিঞা ভাষা’ বলে পরিচিত। রাজ্যে নাগরিকত্ব ইস্যু নিয়ে যে সংকট মানুষ ভোগ করছে, তা নিয়ে একটি কবিতা লেখা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে এই ব্যবস্থা। গুয়াগাটি সেন্ট্রালের ডিসিপি ধর্মেন্দ্র কুমারআরো পড়ুন