০০৭ বন্ডের বাকি সদস্যদের বাঁচাতে মিন্নির গল্প শুনতে কান পরিষ্কার রাখুন।
রিফাত হত্যাকান্ডে মিন্নিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে, তাতে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথও ছিলেন।
এই হত্যাকাণ্ডের অন্য দুই প্রধান আসামি দুই ভাই রিফাত ফরাজী ও রিশান ফরাজী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে।
এরপরে বুঝতে বাকি থাকার কথা নয়, কারা বরগুনায় ০০৭ নয়ন বন্ড তৈরী করেছে?
মিন্নির সাথে নয়নের সম্পর্ক নিয়ে এখন যা আসবে পুরোটাই একতরফা হবে, কারণ নয়নকে খুন করা হয়েছে। প্রভাবশালী পরিবারের খুনীদের বাঁচানোর জন্যই এখন মিন্নি’র নানান গল্প বাজারে আসবে পুলিশের প্রযোজনায়।
রাজনৈতিক নেতৃত্বের প্রভাবে এ মামলার তদন্ত নিরপেক্ষ হবে বলে মনে হচ্ছে না।
০০৭ বন্ডের বাকি সদস্যদের বাঁচাতে মিন্নির গল্প শুনতে কান পরিষ্কার রাখুন।
রিফাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে, তাদের মধ্যে কয়জন দাবি করেছে মিন্নি এই হত্যাকান্ডের সাথে জড়িত?
আকরামুল হক এর ফেসবুক থেকে