প্রাণের ৭১

পুনরায় রিমান্ডের ভয় দেখিয়ে মিন্নির জবানবন্দী আদায়!

পুনরায় রিমান্ডে নেওয়ার হুমকিতে পুলিশের শেখানো জবানবন্দী দিয়েছেন বলে বাবাকে জানিয়েছেন স্বামী রিফাত শরীফ হত্যার মামলার প্রধান সাক্ষী থেকে আসামি বনে যাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি।

শনিবার দুপুরে বরগুনা কারাগারে মিন্নির সাথে দেখা করেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। সাক্ষাৎ শেষে তার বাবা মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
মিন্নি বাবা বলেন, তার মেয়ে খুবই অসুস্থ। তার চিকিৎসার প্রয়োজন। মিন্নি পরিবারের সদস্যদের জানিয়েছে রিমান্ডে নিয়ে তার উপর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

মিন্নির উদ্ধৃতি দিয়ে মোজাম্মেল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মিন্নিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশের শিখানো জবানবন্দী না দিলে আবারও তাকে রিমান্ডে নেওয়ার হুমকি দেয়া হয়েছিল। রিমান্ডের নির্যাতনের ভয়েই সে জবাববন্দী দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে।

এ সময় মিন্নির বাবা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুলিশের এই ভূমিকার উচ্চতর তদন্তের দাবি জানান। তিনি বলেন, আমি আজ এক অসহায় কন্যা সন্তানের পিতা হয়ে এর সঠিক তদন্ত দাবি করছি






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*