ফ্রান্সে ধর্ষক উবার চালক গ্রেফতার।
ফরাসি এক তরুণীকে ধর্ষণ করেছে বাংলাদেশী এক যুবক। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে ফ্রান্স পুলিশ।
গত ৫ আগষ্ট দুপুর ৩ টা ৫ মিনিটে উবেরে কর্মরত বাংলাদেশী ডেলিভারি ম্যান প্যারিস ১৮ এলাকায় এক বাসায় খাবার ডেলিভারি দিতে গিয়ে ২২বছরের এক তরুণীকে ধর্ষণ করে।
জুরপূর্বক ধর্ষণকারী ছেলেটির বয়স ২৬ বছর। মেয়েটি পুলিশ স্টেশনে এসে মামলা করলে পুলিশ ফ্রান্স ব্যাপী সাঁড়াশি অভিযান চালায়। ধর্ষণকারী স্পেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত পুলিশ থাকে ফ্রান্সের পশ্চিমাঞ্চল বখদো শহর থেকে গত ১২ আগস্ট গ্রেফতার করে। আগামীকাল তাকে ফরাসি আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
অনলাইন
« ভোলায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার ২ আসামি বন্দুকযুদ্ধে নিহত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষিত থাকবে লাল-সবুজের অপ্রতিরোধ্য চিহ্নকে বুকে জড়িয়ে প্রতিটি বাঙালির জীবনবোধে। »