ইরানে আটক অস্ট্রেলীয় যুগলের মুক্তি

ইরানে আটক অস্ট্রেলীয় ট্রাভেল-ব্লগিং যুগলকে মুক্তি দেয়া হয়েছে। তেহরানের সাথে ‘অত্যান্ত সংবেদনশীল’ আলোচনার পর তাদেরকে ছাড়া হয়। গত মাসে তাদেরকে আটক করার কথা প্রকাশ পায়। শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পেনি একথা জানান। খবর এএফপি’র।
পেনি জানান, পার্থ ভিত্তিক জোলি কিং ও মার্ক ফির্কিন অস্ট্রেলিয়ায় ফিরে এসেছেন। সম্প্রতি ইরান কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া তৃতীয় অস্ট্রেলীয় নাগরিক এখনো আটক রয়েছে।
« মহাজাগতিক আবিষ্কার: পদার্থে নোবেল পেলেন ৩ জন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফ্রান্সের কাছে থেকে রাফায়েল যুদ্ধবিমানের পেল ভারত »