মিরসরাইতে ইউনিয়ন কাউন্সিলে প্রবীণ নেতা রবিউল হোসেনকে অসম্মানের অভিযোগ!

বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা শাখা থেকে জনাব রবিউল হোসেনকে দেওয়া সম্মাননা।
চট্টগ্রাম-১ মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের আওয়ামীলীগের সম্মেলনে প্রবীন আওয়ামীলীগ নেতা রবিউল হোসেন কে বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সম্মানীত প্রবীন সফল এই নেতার সন্তান আওয়ামীলীগ নেতা হায়দার মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই অভিযোগ করেন।
স্টাটাসটি অবিকল নিচে দেওয়া হলোঃ
আমার বাবা সাবেক সভাপতি ২নং হিংগুলী ইউনিয়নের আওয়ামীলীগ,সভাপতি ধুমঘাট হাজী চান মিয়া হাই স্কুল এবং প্রবীন
আওয়ামীলীগার হিসাবে আওয়ামীলীগ এর ৭০ বছর পুতি উপলক্ষে ২ নং হিং গুলী ইউনিয়ন থেকে উনাকে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ সম্মাননা কেষ্ট দেওয়া হয়ে,যাহা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম,পি মহোদয় নিজ হাতে দেন।অথচ আসন্ন সম্মেলনে উনাকে ভি,আই,পি,কাউন্সিলর করে ও উনাকে আবার বাদ দিয়ে দেন আমাদের সাধারন সম্পাদক মো নাছির উদ্দিন হারুন। আমরা এর নিন্দ জানাই এবং যথাযত পদক্ষেপ নেওয়ার জন্য ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এম,পি মহোদয় ও থানা আওয়ামীলী এর সভাপতি ও সম্পাদক মহোদয়কে অনুরোধ করছি।