পরমাণু অস্ত্রমুক্ত বিশ্বের ডাক পোপের
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের ডাক দিলেন পোপ ফ্রান্সিস। রোববার চারদিনের সফরের প্রথম দিনেই জাপানের নাগাসাকি শহর পরিদর্শনকালে এ কথা বলেন পোপ।
মার্কিন পারমাণবিক বোমার আঘাতে ক্ষত-বিক্ষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত এ শহরের দুর্দশাকে ‘নরক দৃশ্যের’ সঙ্গে তুলনা করেন পোপ। এএফপি।
সেইসঙ্গে বিশ্বের ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর অস্ত্র উন্নয়ন প্রতিযোগিতাকে ‘নিরাপত্তার মিথ্যা অজুহাত’ আখ্যা দেন তিনি।
শনিবার টোকিও বিমানবন্দরে নেমেই তিনি জানান, হিরোশিমা-নাগাসাকি থেকেই চারদিনের জাপান সফর শুরু করতে চান।
নাগাসাকির মাটিতে দাঁড়িয়ে বিশ্বনেতাদের উদ্দেশে পোপ বলেন, ‘আমি নিশ্চিতভাবেই বলতে চাই, পরমাণু অস্ত্রমুক্ত একটি পৃথিবী গড়ে তোলা কেবল সম্ভবই নয়, এটি অপরিহার্যও বটে। রাজনীতিকদের উদ্দেশে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না যে, এই ধারার অস্ত্রগুলোই জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি।’
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ পর্যায়ে তখন ৬ আগস্ট জাপানের হিরোশিমা আর ৯ আগস্ট নাগাসাকিতে বোমারু বিমান থেকে আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র।