বিনা বিচারে হত্যা বৈধতা পাওয়ার শঙ্কা সাংসদ রুমিনের
বিচারবহির্ভূত হত্যা খুব সম্ভবত বৈধ হতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার সংসদের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে দুই মিনিটের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আগের দিন সংসদের বৈঠকে সরকার ও প্রধান বিরোধী দলের সদস্যরা একযোগে বিচারবহির্ভূত হত্যার পক্ষে কথা বলেছেন। ২০১৯ সালে গড়ে প্রতিদিন একজনের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমন হত্যাকাণ্ড খুব সম্ভব বৈধ হতে যাচ্ছে।
রুমিন আরও বলেন, ডাকসুর ভিপি নুরুল হক নুর কেন বারবার মার খায়; স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এই প্রশ্ন আমারও। বারবার মার খায় কারণ প্রথমবার মার খাওয়ার পর কোনো বিচার হয়নি। এ ঘটনা প্রমাণ করে দেশে আইনের শাসন তার নিজ গতিতে চলে না।
তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান অস্ত্র ভীতির পরিবেশ তৈরি করা। যেকোনো উপায়ে ভিন্নমত দমন।