যেসব ছবি তোলার কারণে কোপানো হয় সাংবাদিক সুমনকে
রক্তে ভেসে যাচ্ছে পুরো শরীর। রক্ত লেগেছে হামলাকারীদের গায়েও। প্রায় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেছেন হামলার শিকার যুবক। তবুও এতটুকু মায়া লাগেনি হামলাকারীদের। তারা লাঠি, হকিস্টিক, স্ট্যাম্প, রড দিয়ে এলোপাতাড়ি পিটাচ্ছিলো। ‘আল্লাহগো, বাঁচাও বাঁচাও, মাগো, বাবাগো..’ বলে চিৎকার করছিলেন যুবক। আশ-পাশে অনেক মানুষ। কেউ ছবি, কেউ ভিডিও ধারণ করছে। তারা কেউ এগিয়ে আসেনি। মৃত্যুর হাত ফসকে ছুটে আসা সেই যুবকের নাম মোস্তাফিজুর রহমান সুমন। তিনি একজন সাংবাদিক। ঘটনাটি ঘটেছিলো ১লা ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে রায়েরবাজার জাগো ফাউন্ডেশন স্কুল কেন্দ্র সংলগ্ন এলাকায়। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শঙ্কামুক্ত অনলাইন পোর্টাল আগামী নিউজের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমন। সে দিনের বর্বরোচিত সেই হামলার কথা স্মরণ হলে এখনও গা শিউরে উঠে তার।
সেদিনের সেই ভয়ঙ্কর হামলার বর্ণনা দিয়েছেন সুমন। অফিসের গাড়িতে করে সকাল ৭টায় বাসা থেকে বের হন তিনি। বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র ঘুরে মোহাম্মদপুর এলাকায় যেতেই খবর পান ঢাকা উত্তরের ৩৪ নম্বর ওয়ার্ডের রায়েরবাজার জাগো ফাউন্ডেশন স্কুল কেন্দ্র এলাকায় সংঘর্ষ হচ্ছে। দ্রুত সেদিকে যান। গাড়িটি কোনোভাবে সাদেক খান রোড সংলগ্ন গলিতে রেখে নেমে যান সুমন। সশস্ত্র হামলা চলছে। সঙ্গে থাকা এক সহকর্মীর ক্যামেরা দিয়ে কয়েক ছবি তোলেন। পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ক্যামেরা রেখে মোবাইলফোনে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। পাঁচ-সাত মিনিট পর পুলিশ সদস্যরা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু তখনও সশস্ত্র মহড়া দিচ্ছিলো সন্ত্রাসীরা। তারা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (বর্তমানে নির্বাচিত) শেখ মোহাম্মদ হোসেন খোকনের টিফিন ক্যারিয়ারের পক্ষে স্লোগান দিচ্ছিলো। হকিস্টিক, রামদা, চাপাতি, ছুরি, রড, লাঠি হাতে মিছিল করতে করতে কেন্দ্রের দিকে যাচ্ছিলো তারা। সেই দৃশ্য মোবাইলফোনে ধারণ করছিলেন মোস্তাফিজুর রহমান সুমন।
হঠাৎ শ্যামবর্ণের ২০-২২ বছরের এক সশস্ত্র যুবক ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায়। চিৎকার করে বলে, ‘এই তোর এতো বড় সাহস, ছবি তোললি ক্যান? শালার পো আমাগো চিনিস না। এক্ষুনি কাইট্টা ফালামু।’
সুমন কিছু একটা বলছিলেন। কিন্তু তাতে কর্নপাত করেনি তারা। টেনে হিঁচড়ে মিছিলের মধ্যখানে নিয়ে যায়। কিছু বুঝে উঠার আগে গলা বরাবর রামদা দিয়ে কোপ দেয় এক সন্ত্রাসী। তাৎক্ষণিকভাবে সরে যান সুমন। তার ধারণা ওই কোপ থেকে নিজেকে রক্ষা করতে না পারলে তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো তাকে। কিন্তু বর্বরোচিত হামলার এখানেই শুরু। কোপ থেকে রক্ষা পেতেই লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আরেক সন্ত্রাসী। ফিনকি দিয়ে রক্ত পড়ে। রক্তে ভেসে যায় সুমনের শরীর। আশপাশের হামলাকারীদের গায়েও লাগে সাংবাদিক সুমনের রক্ত। তখন আরও কয়েক জন মারধরে অংশ নেয়। সুমন নিজেকে রক্ষার চেষ্টা করছিলেন। তার গলায় ঝুলানো নির্বাচন কমিশনের ‘সাংবাদিক’ লেখা সম্বলিত পাস কার্ডে অস্ত্র ঠেকিয়ে একজন বলতে থাকে, ‘সাম্বাদিক, তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেব। আমরা ভাইয়ের লোক, চিনিস না আমাদের, ছবি তোলিস।’ একটু দুর থেকে অভিন্ন আওয়াজ ‘ওরে মার, মেরে ফেল। সাংবাদিক জীবীত রাখলে সমস্যা।’
নির্দেশ পেয়ে রামদা নিয়ে কুপাতে যায় আরেক যুবক। তখন সাংবাদিক লেখা সম্বলিত কার্ড আড়ালে রেখে এগিয়ে যান সুমনের সহকর্মী আজমি আনোয়ার। রামদার সামনে দাঁড়িয়ে বলেন, ‘কি করছেন, ওকেতো অর্ধেক মেরেই ফেলছেন। আর মারবেন না। ও মারা যাবে।’ হামলাকারী রামদা নিয়ে একটু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রামদার কুপ থামলেও থামছিলো না কিল, ঘুষি আর লাঠি, হকিস্টিকের আঘাত। দেখতে দেখতে ১০-১৫ জন অংশ নেয় মারধরে। রক্তাক্ত সুমন ততক্ষণে মাটিয়ে লুটিয়ে পড়েন। সহকর্মী আজমি আনোয়ার আপ্রাণ চেষ্টা করেন তাকে রক্ষা করতে। কিন্তু কিছুতেই পারছিলেন না। প্রচন্ড মারে ‘ওরে আল্লাহ, আল্লাহগো বাঁচাও বাঁচাও, মাগো, বাবাগো, ভাইগো আর মারবেন না..।’
নতুন সময়