থাইল্যান্ডে এক সেনাকর্মকর্তা গুলি করে কমান্ডারসহ ২০ জনকে হত্যা করেছেন

ঘটনাস্থল ব্যাংককের উত্তর-পূর্বে অবস্থিত কোরাত শহর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানায়, জাকরাপান্থ থোমা নামের জুনিয়র সেই সেনা কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথমে সামরিক ছাউনিতে তার কমান্ডার ও দুজন সেনাকে গুলি করে হত্যা করেন। ব্যাংকক পোস্ট, এনডিটিভি, বিবিসি
এরপর তিনি একটি শপিং মলের সামনে গিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। সেখানে বেসামরিক ১৭ জন ব্যক্তি নিহত হন, আহত হয়েছেন অনেকে।হামলার ঘটনাটি তিনি ফেসবুকে লাইভ সম্প্রচার করছিলেন। হামলা শেষে তিনি ফেসবুকে লিখেন, ‘দুর্ভাগ্য তোমাদের। আমার কি হাল ছেড়ে দেয়া উচিৎ? গুলি করতে করতে আমি ক্লান্ত। আমার আঙ্গুল নাড়াতে পারছি না।’ পরে ফেসবুক কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে থাইল্যান্ড পুলিশ।
« কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার ‘শিবির ক্যাডার’ সারোয়ার (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) হিঙ্গুলীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর পলাতক »